২১৯
ঢাকা, ২৬ মার্চ ২০২১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত (২৫-০৩-২০২১) মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩৯ জন ভারতীয় সেনা সস্ত্রীক বাংলাদেশে আগমন করেন। আগত ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাস্বরূপ আজ শুক্রবার (২৬-৩-২০২১) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে ভারতীয় প্রতিনিধি দলটি মহান মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের কালিহাতী এলাকায় প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। উল্লেখ্য যে, সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৯ মার্চ ২০২১ তারিখ ভারতে প্রত্যাবর্তন করবেন।