ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (০৮-২-২০১৮) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বরিশাল বিভাগের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন এবং এডহক সদর দপ্তর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি সদর দপ্তর/ইউনিটের পতাকা উত্তোলন করেন ।
উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “ফোর্সেস গোল ২০৩০” এর আলোকে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনে সরকারের যে প্রয়াস তারই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে ৭ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা। ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন (ভাষণের কপি সংযুক্ত —————————————————————-)।
মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (এবহবৎধষ অনঁ ইবষধষ গঁযধসসধফ ঝযধভরঁষ ঐঁয়), ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আলম ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী তাঁকে অভ্যর্থনা জানান। এর পরে মাননীয় প্রধানমন্ত্রী এমপি গেইট এ ফলক উন্মোচনের মাধ্যমে “শেখ হাসিনা সেনানিবাস’ এর শুভ উদ্বোধন করেন। পাশাপাশি তিনি উক্ত সেনানিবাসের মাল্টিপারপাস হল, এসএম ব্যারাক, অফিস ভবনসহ ১৫টি স্থাপনার ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, সদর দপ্তর ৭ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেন মাননীয় প্রধানমন্ত্রী । সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এরিয়া সদর দপ্তর বরিশালের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সদর দপ্তর ৭ আর্টিলারি ব্রিগেড এর, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সদর দপ্তর ৬ পদাতিক ব্রিগেড এর, মুক্তিযোদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হক স্টেশন সদর দপ্তর বরিশালের, শিল্প মন্ত্রী জনাব আমির হোসেন আমু ২৬ হর্স এর, বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর, সমাজকল্যান মন্ত্রী জনাব রাশেদ খান মেনন ৬২ ইষ্ট বেংগল এর, চীফ হুইপ আ স ম ফিরোজ স্ট্যাটিক সিগন্যাল কোম্পানী বরিশাল এর, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আব্দুল মুবীন সিএমএইচ বরিশালের এবং সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল(অব.) ইকবাল করিম ভূইয়া ১৫১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই এর পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed) ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরেনিয়াবাত (Acting Chief of Air Staff Air Vice Marshal Masihuzzaman Serniabat), সংসদ সদস্যবর্গ, সাবেক সেনাবাহিনী প্রধানগণ, কুটনীতিকগণ এবং উচ্চপদস্থ সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।