ঢাকা, ১০ সেপ্টে¤¦র ২০২০ঃ দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরও তিনটি বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয়, তেওতা ও আরুয়া ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ৮৯০টি পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার (১০-০৯-২০২০) শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।
এসময় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।