ঢাকা, ২৫ মার্চ ২০১৭ঃ তিন দিনের সরকারী সফর শেষে আজ শনিবার (২৫-০৩-২০১৭) মালয়েশিয়া হতে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। নৌপ্রধানের বাংলাদেশে আগমনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান।
মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান মালয়েশিয়া ও ইটালির নৌবহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৭ (Langkawi International Maritime And Aerospace Exhibition, LIMA–2017) এর ফ্লিট রিভিউ এ অংশ গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে International Maritime Cultural অনুষ্ঠানে যোগদেন। উল্লে¬খ্য, গত ২৩ মার্চ ২০১৭ তারিখ সরকারী সফরে নৌপ্রধান মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান
২৯২