২৫৮
ঢাকা, ২৮ আগস্ট ২০২১ ঃ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার (২৮-০৮-২০২১) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনাতে বিশেষ দোয়া-মোনাজাত এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাহ্মিদা হান্নান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ এবং অন্যান্য সকল সদস্যা/সদস্যগণ এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।