২৬৬
ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২১: যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘‘Medical Robotics for Contagious Diseases Challenges 2020’ (Application বিভাগ) এ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়। যার ফলে ৫০০০ ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়।
অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবনবিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি UVC Purge V নামের একটি UVC Disinfection Robot তৈরী করেছে।