ঢাকা,০৩ সেপ্টেম্বর ২০১৬ (শনিবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনী মেয়র হানিফ জাতীয় উশু প্রতিযোগিতা ২০১৬ এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গত ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ হতে ০৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি, বিজেএমসি, বিজিবি, সোনালী ব্যাংক ও পোষ্ট অফিস দল অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রতিযোগিতায় ২৩ টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের দক্ষতা ও সাফল্য উপস্থিত সবার নজর কেড়েছে। উল্লেখ্য ২৩টি স্বর্ণ পদকের মধ্যে ১৭টি অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা খেলোয়াড়গণ। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. শ্রী বীরেন শিকদার, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন ।
মেয়র হানিফ জাতীয় উশু প্রতিযোগিতা ২০১৬ এ বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন
২৫২