৪৬২
ঢাকা, ২৪ জুলাই ২০২৪ (বুধবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ বুধবার (২৪-০৭-২০২৪) শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি নরসিংদীতে পরিদর্শনকালীন সময় ক্ষতিগ্রস্থ নরসিংদী জেলা কারাগার পর্যবেক্ষণ করেন।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, আইন- শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।