ঢাকা ২১ এপ্রিল ২০১৭ (শুক্রবার):- গত ২০ এপ্রিল ২০১৭ তারিখ (বৃহস্পতিবার) কালের কন্ঠ পত্রিকায় ২য় পৃষ্ঠার ৫ম কলামে ‘রামুতে ক্যাডেট কলেজ স্থাপনের সাইনবোর্ড ভাঙল রোহিঙ্গারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যদিও বিস্তারিত সংবাদে বলা হয়েছে যে, এটি বেসামরিক পরিচালনায় নির্মিত ক্যাডেট কলেজের সাইনবোর্ড, তথাপিও শুধুমাত্র শিরোনাম দেখে সাধারণ অনেকেরই বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত বিভ্রান্তি দূরীকরণে জানানো যাচ্ছে যে, সমগ্র বাংলাদেশে সরকারিভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে, সেগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ (চট্টগ্রাম), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (ঝিনাইদহ), মির্জাপুর ক্যাডেট কলেজ (টাঙ্গাইল), রাজশাহী ক্যাডেট কলেজ (রাজশাহী), সিলেট ক্যাডেট কলেজ (সিলেট), রংপুর ক্যাডেট কলেজ (রংপুর), বরিশাল ক্যাডেট কলেজ (বরিশাল), পাবনা ক্যাডেট কলেজ (পাবনা), ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ (ময়মনসিংহ), কুমিল্লা ক্যাডেট কলেজ (কুমিল্লা), ফেনী গালর্স ক্যাডেট কলেজ (ফেনী) এবং জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ (জয়পুরহাট)।
উল্লেখ্য, বর্তমানে রামু বা দেশের অন্য কোন স্থানে সরকারি তত্ত্বাবধানে নতুন কোন ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালিত হচ্ছে না। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রচার করা হলো।