রাসায়নকি দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত CHEMICAL DISASTER RESPONSE TEAM (CDRT) এর যৌথ অনুশীলন

রাসায়নকি দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত CHEMICAL DISASTER RESPONSE TEAM (CDRT) এর যৌথ অনুশীলন

Author: আইএসপিআর

ঢাকা, ০২ সেপ্টের ২০২৫ (মঙ্গলবার): বাহিনীত্রয় কর্তৃক গঠিত সিডিআরটি এর দক্ষতা বৃদ্ধরি জন্য গত ০১ ও ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএনএসিডব্লিউসি এর ব্যবস্থাপনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বাচল, নারায়নগঞ্জে একটি যৌথ অনুশীলন আয়োজন করা হয়। বিষয়োল্লিখিত অনুশীলনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ সহায়তাকারীসহ সর্বমোট ১৭০ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দুইদিন ব্যাপি যৌথ অনুশীলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ ও বিএনএসিডব্লিউসি এর প্রশিক্ষকগণ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও রাসায়নিক দুযোর্গ/দুর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুইদিন ব্যাপি যৌথ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী, (জি), এনজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সিডিআরটিকে বাংলাদেশ কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট (সিডব্লিউএ) জনিত যে কোন দুর্ঘটনা/দুর্যোগ দ্রুত সাড়াদানের জন্য অংশীজনদের একে অপরের সক্ষমতা ও কার্যপ্রণালী সম্পর্কে জানা এবং ধারাবাহিকভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ সমাপনান্তে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট