ঢাকা, ২৭ অক্টোবর ২০১৭ ঃ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ বিজ্ঞান উৎসব – ২০১৭ আজ শুরু হয়েছে । আজ সকালে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলমগীর হোসেন, পিএসসি, উক্ত বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন।
ঢাকা মহানগরীর সেরা ৩১ টি স্কুল ও কলেজের প্রায় ১২০০ জন শিক্ষার্থী বিজ্ঞান উৎসবে অংশগ্রহন করেছে। উক্ত বিজ্ঞান উৎসবে সেমিনার, আলোচনা সভা, Project Display, Olympiads, IQ Test, Rubik’s Cube, Science Based Extempore Speech, Quiz Competition, Criminal Identification, Robotics, Science Based Wall-magazine & Scrap Book Competition, Science Fiction Story Writing and Photography Exhibition ইত্যাদিসহ মোট ২৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্টিত হচ্ছে। উদ্বোধনী দিবসের ২য় সেশনে প্রফেসর মোঃ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
দুইদিন ব্যাপী এই বিজ্ঞান উৎসব আগামী কাল শেষ হবে ।