Home » শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৭:- শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (৭-০২-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়েছে।

প্রধান অতিথির মর্যাদায় ভূষিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন সম্মানীত মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি, ভাইস চ্যা›েসলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এবং বিশেষ অতিথির অবস্থান অলংঙ্কৃত করে বিজয়ীদের পুরস্কৃত করেন সম্মানীত বেগম নাজমা সালাহ্ উদ্দিন।

প্রতিযোগিতায় ২৬৩ পয়েন্ট পেয়ে বেগম রোকেয়া হাউস চ্যাম্পিয়ন এবং ১৯৭ পয়েন্ট পেয়ে রাবেয়া বসরী হাউস রানার আপ হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে ০৯ পয়েন্ট পেয়ে হাসনা হেনা লিজা চ্যাম্পিয়ন এবং ০৬ পয়েন্ট পেয়ে এলিনা খানম রানার আপ হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট