Home » শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব শুরু

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব শুরু

Author: আইএসপিআর

RELEASE COPY-02-----ঢাকা, ২ সেপ্টেম্বর :- শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে ২য় বিজ্ঞান উৎসব ২০১৬ শুক্রবার (০২-০৯-২০১৬) ঢাকা সেনানিবাস্থ কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ২ দিনব্যাপি এ বিজ্ঞান উৎসব উদ্বোধন করেন। এবারের এ উৎসবে ঢাকা শহরের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করছে।
RELEASE COPY-03--প্রধন অতিথি তার ভাষণে বলেন, শিক্ষার্থীদের মানসিকতার যথাযথ বিকাশে বিজ্ঞান উৎসবের মত সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এছাড়া বিজ্ঞান উৎসব আয়োজন করায় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে ধন্যবাদ জানান। নারী শিক্ষার প্রসারে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের চীফ পেট্টন ও সেনাবাহিনীর ভারপ্রাপ্ত লজিস্টিকস এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নুরুল মোমেন খান ও কলেজ অধ্যক্ষ কর্নেল মোঃ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

RELEASE COPY-05----

সম্পর্কিত পোস্ট