২৬৩
চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি:- বাংলাদেশ বিমান বাহিনী যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহষ্পতিবার (১৫-২-২০১৮) পালন করেছে। ১৯৬৯ সালের এই দিনে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিহত হন।
এ উপলক্ষে চট্টগ্রামস্থ বিএএফ ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোরশেদ হাসান সিদ্দিকী, ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।