ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২২ঃ শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতিবারের মতোই এ বছরও সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সার্বিক তত্ত্বাবধানে আজ রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) গাজীপুরের আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজে মাঠে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই মেডিক্যাল ক্যাম্পেইনে সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন, চক্ষু এবং দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। বর্ণিত মেডিক্যাল ক্যাম্পেইনে আগত স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণকে চিকিৎসা সহয়তা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বর্ণিত মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।