ঢাকা, ০৭ নভেম্বর ২০১৬: শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগীতা-২০১৬ এ ঢাকা সেনানিবাসস্থ ‘‘বিশেষ চাহিদা সম্পন্ন’’ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের শিক্ষার্থীরা চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বিদ্যালয়ের প্রায় ২৬০ জন প্রতিযোগীর সাথে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস স্কুলে অধ্যয়নরত বিশেষ শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে বালক গ্রুপে এককভাবে চ্যাম্পিয়ন ও রানার আপ এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রয়াসের ‘‘বিশেষ চাহিদা সম্পন্ন’’ শিক্ষার্থীরা তাদের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে যে সাফল্য অর্জন করেছে তা অতুলনীয়।
উল্লেখ্য, জাতির পিতার সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত “শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগীতা-২০১৬’’ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়।