ঢাকা, ১২ মার্চ ২০১৯: কুয়েত সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আজ মঙ্গলবার (১২-৩-২০১৯) কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদের (Lt Gen Mohammed Khaled Al-Khadher) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয়দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান আজ আলি আল-সাবাহ্ (Ali- Al-Sabah) মিলিটারি কলেজ, মুবারক আল-আব্দুল্লাহ (Mubarak Al-Abdullah) জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।