ঢাকা ২২ এপ্রিল ২০১৭ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এবং ঢাকাস্থ সৌদী দূতাবাস এর যৌথ উদ্যোগে শনিবার (২২-৪-২০১৭) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে “KSA Umra visa fair – 2017” অনুষ্ঠিত হয়। চাকুরীরত ও অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং তাদের পরিবারবর্গের পবিত্র ওমরা পালনের জন্য ভিসা প্রক্রিয়ায় সহায়তা প্রদানের লক্ষ্যে এ ভিসা মেলার আয়োজন করা হয়।
ওমরা পালনের আগ্রহী কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে দিনব্যাপী এই ভিসা মেলার যৌথভাবে উদ্বোধন করেন সৌদী দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আলমুতাইরি এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান। সৌদী দূতাবাসের রাষ্ট্রদূত এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদেও বক্তব্যে সৌদী আরব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার নিদর্শন হিসেবে এই ওমরা ভিসা মেলার আয়োজন করা হয় বলে মত প্রকাশ করেন।
উক্ত ওমরা ভিসা মেলায় উল্লেখযোগ্য সংখ্যাক সশস্ত্র বাহিনীর কর্মরত এবং অবসর প্রাপ্ত সদস্যগণ ওমরা ভিসার জন্য আবেদন করেন।
সশস্ত্র বাহিনী বিভাগ ও সৌদি দূতবাসের উদ্যোগে “KSA Umra visa fair – 2017” অনুষ্ঠিত
২২১