সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ জুলাই ২০২৫: সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল আজ বুধবার (৩০-৭-২০২৫) সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাদ সালাউদ্দিন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একই দিনে বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টারের এয়ার অধিনায়ক ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী রাইসা মনির  পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় এয়ার কমান্ড অপারেশন সেন্টারের এয়ার অধিনায়ক ও বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। শোকাহত পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট