ঢাকা, ০২ জানুয়ারি ২০২০: মোহাম্মদ জাকির হোসেন বুধবার (০১-১-২০২০) কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স পদের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে বি.কম. (সম্মান) ও এম.কম. ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, তিনি অষ্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় হতে এম.বি.এ. ডিগ্রী লাভ করেন।
উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ন পদের দায়িত্বভার পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তার দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ঢাকাস্থ রয়েল নরওয়ে দূতাবাস উল্লেখযোগ্য । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।