ঢাকা, ১৯ মেঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সুইডেন সফর শেষে রবিবার (১৯-০৫-২০১৯) দেশে প্রত্যাবর্তন করেছেন। সুইডেনে সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের Stockholm এ অনুষ্ঠিত “The International Forum for the Military Simulation, Training & Education Community” (ITEC) – 2019, এ অংশগ্রহণ করেন।
এছাড়াও তিনি Swedish Armed Forces ও Swedish Air Force এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এই সফরে তিনি Inspectorate of Strategic Products (ISP) এবং Swedish Defence Material Administration (FMV) এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও পেশাগত বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান ০৪ দিনের এক সরকারী সফরে গত ১২ মে ২০১৯ তারিখে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।