ঢাকা, ৩০ আগস্ট:- বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) সোমবার (২৯-৮-২০১৬) সুদানের রাজধানী খারতুমে সুদানিজ আর্মড ফোর্সেস ডিভিশনের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ইমাদ আলদীন মুস্তাফা আলদিউই (Emad Aldeen Mustafa Adwi) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতে সুদানের জয়েন্ট চিফ অব স্টাফ দারফুরে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট সদস্যদের উঁচু পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দারফুরে ইউএন মিশন (UNAMID)- এ নিয়োজিত অন্যান্য কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশী সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এর আগে সেনা প্রধানকে সুদানিজ আর্মড ফোর্সেস ডিভিশনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এছাড়া, চলমান এ সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০-৮-২০১৬) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দক্ষিণ দারফুরে মোতায়েনরত বাংলাদেশ কন্টিনজেন্টের নিয়ালা ক্যাম্প পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি UNAMID এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
উল্লেখ্য, শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য সেনাপ্রধানের নেতৃত্বে ৬ সদস্যের দল রবিবার সুদান আগমন করে। এছাড়া সেনাপ্রধানের আগামী ২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে নিউইয়র্ক-এ অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে।