৯০৩
ঢাকা ২০ নভেম্বর ২০১৬ ঃ- বাংলাদেশ সেনাবাহিনীর মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স (এম জি ও) মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান (Md. Abdus Salam Khan) সাতজন সফর সংগীসহ সম্প্রতি মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা)-তে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সফরকালে তিনি মালির বামাকো, গাও ও কিদাল অঞ্চলে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন ছাড়াও মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষায় কর্মরত জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সফর শেষে তিনি গতকাল শনিবার (১৯-১১-২০১৬) বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।