ঢাকা, ০৬ মার্চ ২০১৯ ঃ একটি উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দল খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্ত্বরে অবস্থিত ফোর ষ্টার হোটেলে গোপনে অস্ত্র কেনাবেচা করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বুধবার দুপুরে (০৬-০৩-২০১৯) এই হোটেলে অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাব-এর একটি যৌথ দল। হোটেলটি তল্লাশি করে ০২ টি বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০১ টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), ১০ রাউন্ড পিস্তলের এ্যামুনেশন এবং ০১ রাউন্ড কার্তুজসহ ০২ জন উপজাতি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রনজয় চাকমা (৩৫) (পিতাঃ মৃত-ধুইয়ামহোন চাকমা, গ্রাম+পো+থানাঃ দীঘিনালা, জেলাঃ খাগড়াছড়ি) এবং দনঞ্জয় ত্রিপুরা (৩৬) (পিতাঃ রায়মোহন ত্রিপুরা, গ্রাম+পো+থানা দীঘিনালা, জেলাঃ খাগড়াছড়ি)।
ধারণা করা যায় যে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নাশকতার পরিকল্পণার অংশ হিসেবে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো অস্ত্র সংগ্রহে নেমেছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ফোর ষ্টার হোটেলে তারা অস্ত্রের কেনাবেচা করছিলো।
উল্লেখ্য, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে।