৩৮৯
ঢাকা, ০১ জুন ২০১৯ (শনিবার)ঃ বাংলাদেশে সফররত ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল লেঃ জেনারেল হারপাল সিং(Harpal Singh) বৃহস্পতিবার (৩০-০৫-২০১৯) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নকৃত বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ‘বর্ডার রোড প্রজেক্ট’ এর কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, সীমান্তবর্তী এই ‘বর্ডার রোড প্রজেক্ট’ বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে।