Home » সেনাবাহিনী প্রধানের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

 

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২১ঃ বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান (Yousuf S. Y. Ramadan) আজ বুধবার (০৮ ডিসেম্বর ২০২১) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য ফিলিস্তিনের ০৭ জন ক্যাডেট বাংলাদেশ মিলিটারী একাডেমীতে প্রশিক্ষণরত রয়েছেন, যারা আগামী ১২ ডিসেম্বর ২০২১ তারিখ কমিশন লাভ করবেন।

সম্পর্কিত পোস্ট