২৪৮
ঢাকা, ০৬ জুন ২০২২: বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Lee Jang-Keun আজ সোমবার (০৬ জুন ২০২২) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এই আলোচনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।