Home » সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ জুন ২০২৪ ঃ নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ বৃহস্পতিবার (১৩-০৬-২০২৪) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাহিনীদ্বয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান’কে ধন্যবাদ জানান। সাক্ষাতের পূর্বে, সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

সম্পর্কিত পোস্ট