২১৪
ঢাকা, ০৬ নভেম্বর ২০১৮ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া সোমবার (০৫-১১- ২০১৮) ঢাকা সেনানিবাসস্থা সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং এই দুই বাহিনীর মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় ডিএমপি কমিশনারের সাথে উপস্থিাত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)।