ঢাকা, ০৫ মে ২০২১: জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ(General Aziz Ahmed), এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি আজ ০৫ মে ২০২১ তারিখে জাম্বিয়া এর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। এরপর তিনি প্রশিক্ষনরত অফিসারদেরকে সামরিক কূটনীতি ও এতদবিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের উপর বক্তৃতা প্রদান করেন। এছাড়া, তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এর কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডো (Brigadier General Stephen Simusandu) এর সাথে সাক্ষাৎ করেন এবং দু’দেশের স্টাফ কলেজেসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরো জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ গতকাল ০৪ মে ২০২১ সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিস এর কমান্ডান্ট লেঃ জেনারেল নাথান মুলেঙ্গা (Lieutenant General Nathan Mulenga) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় লেঃ জেনারেল মুলেঙ্গা জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম এবং যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার ব্যাপারে অবহিত করেন। একইসাথে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ আর্মির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন, ইত্যাদি বিষয়ক অনুশীলনে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান। পরে জেনারেল আজিজ আমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এর একটি ইউনিট পরিদর্শন করেন।
জেনারেল আজিজ আহমেদ সফর শেষে ০৫ মে ২০২১ রাতে জাম্বিয়া ত্যাগ করে ০৬ মে ২০২১ দেশে পৌছবেন।