Home » সেনাবাহিনী প্রধান কর্তৃক গোলন্দাজ এবং বীর রেজিমেন্টের ০৪ টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান

সেনাবাহিনী প্রধান কর্তৃক গোলন্দাজ এবং বীর রেজিমেন্টের ০৪ টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ এপ্রিল ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ এবং বীর রেজিমেন্টের ০৪ টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার (৩০-৪-২০১৯) মিরপুর সেনানিবাসস্থ ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারির প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান এবং কর্নেল কমান্ড্যান্ট রেজিমেন্ট অব আর্টিলারি ও কর্নেল অব দি রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।
উল্লেখ, সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবজনক। সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটসমূহকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এ প্রেক্ষিতে আজ ০৪ টি ইউনিট (৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১৬ বীর) কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। সেনাবাহিনী প্রধান একটি চমৎকার এবং জাঁকজমকপূর্ণ প্যারেড উপহার দেওয়ায় প্যারেডে অংশগ্রহণকারী ইউনিট সমূহের ভূয়সী প্রশংসা করেন। তিনি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে সকল সেনাসদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অর্জিত সম্মান রক্ষার্থে তিনি সেনাসদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান।

রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধানগণ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমূহের অবসরপ্রাপ্ত ও চাকুরীরত প্রাক্তন অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত পোস্ট