ঢাকা, ৩০ এপ্রিল ২০১৭ঃ- বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা -২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার (৩০-৪- ২০১৭) যশোর সেনানিবাসস্থ ৫৫ পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন অঞ্চল দল (বগুড়া) ট্রাইবেকারে ২-১ গোলে ৫৫ পদাতিক ডিভিশন (যশোর) অঞ্চল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দলের এনসিই মো: শাহীনুর খান শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল বাদশা মিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডারমেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সেনাবাহিনী বিভিন্ন ফরমেশনের খেলোয়াড়গণ ছাড়াও যশোর সেনানিবাসের অফিসারবৃন্দ, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিপুল সংখ্যাক সৈনিক উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।