সাভার (ঢাকা), ০২ এপ্রিল ঃ- বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান আজ রবিবার (০২-০৪-২০১৭) সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সমাপনী খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে । এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে প্রবীন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ৯ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ সাব্বির হোসেন এবং নবীন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ৫৫ পদাতিক ডিভিশন এর সৈনিক মোঃ মামুন মিয়া ।
অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাভার এলাকার সকল অফিসার, জেসিও এবং বিভিন্ন পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গত ২৫ মার্চ ২০১৭ তারিখে শুরু হয় । প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৩টি দল অংশগ্রহন করে।