৩১৮
ঢাকা, ৩০ জানুয়ারি ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৭ দিনের শুভেচ্ছা সফরে আগামী শুক্রবার (০১-০২-২০১৯) সৌদি আরবের উদ্দেশ্যে গমন করবেন। সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।