ঢাকা, ২৮ এপ্রিলঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সৌদি আরবে এক সরকারী সফর শেষে শনিবার (২৮-০৪-২০১৮) দেশে প্রত্যাবর্তন করেছেন। সৌদি আরব সফরকালে তিনি সি-১৩০ পরিবহন বিমানের মেইনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং সংক্রান্ত সুযোগ সুবিধা পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে সে দেশের চীফ অব জেনারেল স্টাফ General Fayiad bin Ha’med Al Rowaily, রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার Lieutenant General Staff Turki bin Bandar bin Abdul aziz সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তিনি সফরকালে সৌদি আরবের রিয়াদে অবস্থিত আল-সালাম এ্যারোস্পে সইন্ডাস্ট্রি, জেদ্দার কিং আব্দুল্লাহ বিমান ঘাঁটি এবং কিং ফাহাদ গ্লোরিয়াস কুরান প্রিন্টিং কমপ্লেক্স পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের সৌদি আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।