Home » স্বর্ণপদক জয়ী এ্যাথলেট ইমরানুর রহমান ঢাকায় অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করবেন

স্বর্ণপদক জয়ী এ্যাথলেট ইমরানুর রহমান ঢাকায় অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করবেন

Author: আইএসপিআর

ঢাকা, ১৭ মার্চ ২০২৩ (শুক্রবার): আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ হতে ০৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্ব ঢাকায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদকজয়ী বাংলাদেশী এ্যাথলেট ইমরানুর রহমান মশাল প্রজ্জ্বলন করবেন।

 

কৃতিমান অ্যাথলেট ইমরানুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিগত ২৩ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত ৪৬ তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশের সেনাবাহিনী দলের হয়ে অংশগ্রহণ করেন এবং জাতীয় দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও গত ১০ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কাজাকিস্তানে অনুষ্ঠিত 10th Asian Indoor Athletics Championship’এ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করার মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেন। উল্লেখ্য, বাংলাদেশী অ্যাথলেট ইমরানুর রহমানের অসামান্য অর্জনকে দেশবাসীর নিকট আরো প্রচার ও প্রসার করার নিমিত্তে সেনাবাহিনী প্রধান ও সভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি  আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মশাল প্রজ্জ্বলনের জন্য নির্বাচিত করেছেন।

সম্পর্কিত পোস্ট