১৯৪
ঢাকা, ১৭ অক্টোবর ২০১৭ ঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চীফ মার্শাল আবু এসরার এশিয়ান হকি ফেডারেশনের নিকট থেকে ‘‘ডিপলোমা অব মেরিট’’ পুরস্কার লাভ করেছেন।
এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী মি. তায়েব ইকরাম গতকাল, সোমবার (১৬-১০-২০১৭) ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনী প্রধানকে এ পুরস্কার হস্তান্তর করেন।
বাংলাদেশ হকি তথা বিশ^ ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য বিমান বাহিনী প্রধান এ পুরস্কার লাভ করেন।