ঢাকা, ৩০ জুলাই ২০২৩ (রবিবার)ঃ আগামী ০৩ আগস্ট হতে ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত মাসব্যাপী ১৩২তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট-২০২৩ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর বিশেষ পৃষ্ঠপোষকতায় এবারই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলসহ সর্বমোট ২৪টি দল অংশগ্রহণ করবে।
আগামী ০৩ আগস্ট ২০২৩ তারিখে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল মোহনবাগানের মুখোমুখি হবে। এছাড়াও, আগামী ০৬ ও ১০ আগস্ট ২০২৩ তারিখ গ্রæপ পর্বের অন্য দুটি ম্যাচে ইস্ট বেঙ্গল এবং রাউন্ডগ¬াস পাঞ্জাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল।
উলে¬খ্য, সমগ্র এশিয়ার মধ্যে ডুরান্ড কাপ একটি প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, যা ১৮৮৮ সাল হতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি ভারতের কলকাতা, গুয়াহাটি ও কোকরাজহার এ অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে সনি স্পোর্টস ২ ও ঝড়হু খরাব খেলাসমূহ সরাসরি সম্প্রচার করবে।