ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪ঃ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) তারিখ থেকে ৪দিন ব্যাপি “৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ২০০০ ঘটিকায় আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি (GENERAL WAKER-UZZAMAN, SBP, OSP, SGP, psc) সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী । এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Major General Khan Firoz Ahmed, OSP, ndc, afwc, psc) এসডিএস (আর্মি-২), ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস ও প্রেসিডেন্ট আর্মি গল্ফ ক্লাব, জনাব তানজিল চৌধুরী (Mr Tanjil Chowdhury) চেয়ারম্যান, প্রাইম ব্যাংক পিএলসি, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ) (Brig Gen Syed Ahmed Ali, PBGM, ndc) প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি (Colonel Mohummad Shariful Islam, psc) গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি (Lt Col Sayful Islam, afwc, psc, G) সদস্য সচিব এবং লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ) (Lt Col Md Gholam Monzoor Siddique) পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) আর্মি গল্ফ ক্লাব, কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত টুর্নামেন্টে জনাব কমান্ডার মোঃ আসাদুজ্জামান নুর (Cdr Md Asaduzzaman Noor) ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ ব্রিগেঃ জেনাঃ ডাঃ আব্দুস শহিদ খান (অবঃ) (Brig Gen Dr Abdus Shahid Khan), সিনিয়র উইনারঃ ব্রিগেঃ জেনাঃ মোঃ আহসান হাবিব (অবঃ) (Brig Gen Md Ahsan Habib), লেডি উইনারঃ মিসেস হাফিজা ইমাদ (Mrs Hafiza Emad) এবং জুনিয়র উইনারঃ মাস্টার খান ফারহান আহমেদ (Master Khan Farhan Ahmed) পুরস্কার প্রাপ্ত হন।