ঢাকা, ২৩ নভেম্বরঃ চার দিন ব্যাপি “৩য় আর্মড ফোর্সেস ডে কাপ গল্ফ টূর্ণামেন্ট -২০১৯” এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (২৩-১১-২০১৯) আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে সমাপ্ত হয় । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহ্ফুজুর রহমান (Md Mahfuzur Rahman), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো – সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে ৭১৬ জন খেলোয়াড় অংশ গ্রহন করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও রয়েছেন। টূর্ণামেন্টে কর্নেল মোঃ মামুন অর রশিদ চৌধুরী – উইনার, মিষ্টার এ এফ এম সরোয়ার কামাল – ভ্যাটারান উইনার, রিয়ার এ্যাডমিরাল এ কে এম আজাদ (অবঃ) – সিনিয়র উইনার, মিসেস মমতাজ বেগম – লেডি উইনার ও মাষ্টার মাহিন তাসনিম বিন তারিখ – জুনিয়র উইনার এর ট্রফি গ্রহণ করেন।অ্যামেচার গল্ফারদের আর্থিক পুরস্কার না থাকলেও পৃষ্ঠপোষক আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে রয়েছে গিফ্ট হ্যাম্পার ও বিভিন্ন সাইজের ট্রফি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান (Md Moshfequr Rahman), প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী (Shah-Noor- Jilani), চেয়ারম্যান টূর্ণামেন্ট কমিটি, কর্নেল মোঃ শওকত ওসমান (Md Shawkat Osman), গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল এস এম শওকত আলী, অবঃ ( S M Shawkat Ali), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল এ এস এম নাজমুল হক (A S M Nazmul Haque), সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০ নভেম্বর ২০১৯ বুধবার আর্মি গল্ফ ক্লাবের “৩য় আর্মড ফোর্সেস ডে কাপ গল্ফ টূর্ণামেন্ট – ২০১৯” শুরু হয়।