Home » “৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টূর্নামেন্ট – ২০২৩” এর পর্দা উঠলো

“৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টূর্নামেন্ট – ২০২৩” এর পর্দা উঠলো

by আইএসপিআর


ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২৩ : ৪ দিন ব্যাপি “৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টূর্নামেন্ট – ২০২৩” আজ শুক্রবার (০৮-১২-২০২৩) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে শুরু হয়েছে। এ টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি, এরিয়া কমান্ডার, সদর দপ্তর, লজিস্টিকস্ এরিয়া, ঢাকা সেনানিবাস ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব এমরানুল হক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পিএলসি, ঢাকা ব্যাংক লিমিটেড ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, বিএসপি, এনডিসি, পিএসসি (অবঃ) চেয়ারম্যান টুর্ণামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, (অবঃ) প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব লেঃ কর্নেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডবিøউসি, পিএসসি , সদস্য-সচিব, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী (অবঃ) পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস), আর্মি গল্ফ ক্লাব, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে আনুমানিক ৭৮০ জন গল্ফার অংশগ্রহন করবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।

আগামী ০৯ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার সন্ধ্যা ১৯০০ ঘটিকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টূর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।

You may also like

Leave a Comment