ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৩ ঃ চার দিনব্যাপী ‘৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (০৯ ডিসেম্বর ২০২৩) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮০৬ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মাহমুদুল হক শামিম চ্যাম্পিয়ন, ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুর রাজ্জাক ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আমিনুল ইসলাম (অবঃ) সিনিয়র উইনার, মিসেস নিলা আজিজ লেডি উইনার এবং মাস্টার শেখ সামির হোসেন জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।