ঢাকা, ০৪ ফেব্রুয়ারী :- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সিংগাপুরে অনুষ্ঠিতব্য “6th Singapore Air Show 2018” এ অংশগ্রহণের নিমিত্তে দুইজন সফরসঙ্গীসহ সাত দিনের এক সরকারী সফরে আজ রবিবার (০৪-২-২০১৮) সিংগাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান Air Show তে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি এন্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভেলিয়ন পরিদর্শন করবেন। এছাড়া তিনি সিংগাপুর বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগদের সাথে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সিংগাপুর গমন
৪৬