ঢাকা ১৭ মে, ২০১৬: উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালাস (বিইউপি) এর সাথে আরএ হসপিটাল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৭-৫-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপিতে অনুষ্ঠিত হয়।
বিইউপির পক্ষে ভাইস-চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি এবং আরএএইচইটিআইডি’র পক্ষে এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, অধ্যাপক রকিবুল আনোয়ার, এফআরসিএস (গ্লাসগো), এফআরসিএস (ইংল্যান্ড), এফআরসিএস (কলোরেকটাল সার্জারী), এমএসসি (হেলথ ইকনোমিক্স), এমএ (মেডিকেল এডুকেশন) চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ, উভয় বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করা বিশেষতঃ চিকিৎসাক্ষেত্রে নিয়োজিত সশস্ত্র বাহিনীতে কর্মরত ডাক্তারদের উন্নত শিক্ষাসেবা প্রদানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এছাড়াও সশস্ত্র বাহিনীতে কর্মরত ডাক্তারগণ আরএএইচইটিআইডি হাসপাতালে প্রশিক্ষণের পর বৃত্তি নিয়ে ইংল্যান্ডে অবস্থিত Royal College of Surgeons এ উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। বিইউপি এবং আরএএইচইটিআইডি এর মধ্যে উক্ত সমঝোতা স্বারক স্বাক্ষরের ফলে বাংলাদেশে এই প্রথম চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের সুযোগের সৃষ্টি হলো।
উল্লেখ্য, আরএ হসপিটাল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা (আরএএইচইটিআইডি) ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত রয়েল কলেজ অব সার্জনস (Royal College of Surgeons of England) এর সহযোগিতায় স্থাপিত দেশের একমাত্র বিশেষায়িত কলোরেকটাল (Colorectal) হাসপাতাল।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর সাথে আরএ হসপিটাল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা’র সমঝোতা স্মারক সই
২৬৮