Home » বাংলাদেশ নৌবাহিনীর আন্তঃজাহাজ/ঘাঁটি হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর আন্তঃজাহাজ/ঘাঁটি হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

কাপ্তাই, ১০ জুলাই ২০১৯ঃ বাংলাদেশ নৌবাহিনীর ‘আন্তঃজাহাজ/ঘাঁটি হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯’ আজ বুধবার (১০-০৭-২০১৯) কাপ্তাইস্থ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির হ্যান্ডবল মাঠে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

গত ০৩ জুলাই ২০১৯ তারিখ হতে শুরু হওয়া আটদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা শহীদ মোয়াজ্জম দল বানৌজা তিতুমীর দলকে ১২-০৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম মেহেদী হাসান, ইএন-২ সেরা খেলোয়াড় বিবেচিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় নৌ কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট