ঢাকা, ২১ জুলাই ২০১৬ঃ প্রথম এসিসি আইটি কার্নিভ্যাল-২০১৬’ এর তিন দিন ব্যাপী আয়োজিতব্য অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২১-৭-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গনে শুরু হয়েছে ।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী, (Brigadier General Tameem Ahmed Chowdhury) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে প্রোগ্রামিং, ওয়াল ম্যাগাজিন, সাইবার গেমিং, আইসিটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লের মতো নানা ধরনের আকর্ষণীয় ইভেন্টসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে এবং তরুণ শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা শিক্ষা বোর্ডে গত বছর তৃতীয় এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের মধ্যে অন্যতম শীর্ষ স্থানীয় ফলাফল অর্জন করেছে।