ঢাকা,০৭ জানুয়ারি ২০২০: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল- ২০২০ শিক্ষাবর্ষের “Opening Convocation and Freshers’ Reception-2020” মিরপুর সেনানিবাসস্থ বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিইউপির মাননীয় উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Maj Gen Md Emdad-Ul-Bari, ndc, psc, te) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির “বঙ্গবন্ধু চেয়ার” এর প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অনুষদের নির্ধারিত প্রতিনিধি কর্তৃক নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ পতাকা বহরের মাধ্যমে তাদের আসন গ্রহণ করেন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুব সরওয়ার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ (Brig Gen Md Mahboob Sarwar, ndc, afwc, psc, G+) স্বাগত বক্তব্য প্রদান করেন।
উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোধসহ সততা ও নৈতিকমূল্যবোধ বজায় রাখা, ক্যাম্পাসকে সকল প্রকার মাদকমুক্ত রাখাসহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন। পাশাপাশি ছাত্রদের পাঠে মনোযোগী হয়ে ও রাজনৈতিক কর্মকান্ডমুক্ত থেকে দেশের চলমান উন্নয়নে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। অতঃপর মাননীয় উপাচার্য ২০২০ শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ডঃ আবুল কাশেম মজুমদার, (Professor M Abul Kashem Mozumder, PhD) সহ অন্যান্য সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দিনটি উদ্যাপিত হয় ।