ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২০ ঃ সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া এর তত্ত¡াবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০-০২-২০২০) ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মত সেনাবাহিনীতে আন্তঃফরমেশন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ২৪ পদাতিক ডিভিশন দলের সৈনিক হোসাইন আহমেদ শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৯ পদাতিক ডিভিশন দলের সৈনিক শুভ চন্দ্র রায় শ্রেষ্ঠ নবীন প্রতিযোগী হওয়ার কৃতিত্ব লাভ করেন।
সমাপনী অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা ও মিরপুর সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
  
 
 
			         
