ঢাকা, ১৯ মে ২০২০ঃ বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার প্রতিবেশী দেশ মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা উপহার হিসেবে জরুরী ঔষধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী দেশটিতে পৌঁছে দেয়া হয়েছে। সোমবার (১৮-০৫-২০২০) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের নিকট আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করেন।
মালদ্বীপে কর্মরত বাংলাদেশী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুরোধের প্রেক্ষিতে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় নৌবাহিনীর পক্ষ থেকে এসকল জরুরী ঔষধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে ৮০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১০০০ পিস এন-৯৫ মাস্ক, ১০০০ পিস সার্জিকাল মাস্ক, ২০০০ পিস হ্যান্ড গ্লভস, ২০০ পিস নিরাপত্তা চশমা ও ১০টি আই আর থার্মোমিটার এবং ২০ কার্টুন (১০০ কেজি) জরুরি ঔষধ সামগ্রী। উল্লেখ্য, নৌবাহিনীর পক্ষ থেকে এসকল ঔষধ, চিকিৎসা নিরাপত্তা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মালদ্বীপে পৌছে দিতে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান গত ১৬ মে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।