ঢাকা, ১৮ মার্চ ২০২১:- বাংলাদেশ বিমান বাহিনীর ৬৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮-০৩-২০২১) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে মোট ১৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ১০ জন, বাংলাদেশ নৌবাহিনীর ১ জন, নাইজেরিয়ান বিমান বাহিনীর ১ জন এবং জাম্বিয়া বিমান বাহিনীর ১ জন কর্মকর্তা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট আহমদ মুসা ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন।
সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।